BRAKING NEWS

ত্রিপুরায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি ছুটছেন প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ

আগরতলা, ১৪ জানুয়ারি : প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি ছুটছেন বিজেপির প্রদেশ নেতৃবৃন্দ। আজ দিল্লি গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি ও অন্য শীর্ষ নেতৃবৃন্দ সোমবারের মধ্যে দিল্লি পৌছে যাবেন। সূত্রের দাবি, বিজেপির সংসদীয় কমিটি প্রার্থী তালিকায় শেষ তুলির টান দিতে প্রদেশ নেতৃবৃন্দকে ডেকেছেন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘোষণার হাতে গুনা কয়েক দিন বাকি। ফলে, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে সিপিএম বামেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আসন রফা হয়ে গেলে নির্বাচন পর প্রার্থী তালিকা ঘোষণা দেবে। এক্ষেত্রে শাসক দল বিজেপিও প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিতে চাইছে।

এবারের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে শাসক দল বিজেপির। কারণ, তাদের জোট শরিক আইপিএফটি-কে নিয়ে বিজেপি কিছুটা দ্বন্দ্বে রয়েছে। আইপিএফটি বিজেপির সাথে জোটে থাকার বিষয়ে ঝেড়ে কাশছে না। তিপরা মথা তাদের ঐক্যবদ্ধ হওয়ার খোলা আমন্ত্রণ দিয়েছে। ফলে, শরিক দলের জন্য সুযোগ রেখেই প্রার্থী চূড়ান্ত করবে বিজেপি।

আজ দিল্লি গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আগামীকাল সন্ধ্যায় কিংবা সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। একইসাথে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও দিল্লি যাচ্ছেন। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরায় বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠকে থাকবেন।

সূত্রের দাবি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) বি এল সন্তোষ সম্প্রতি রাজ্য সফরে প্রার্থী তালিকা নিয়ে প্রদেশ নেতৃবৃন্দের সাথে একপ্রস্থ আলোচনা সেরেছেন। এখন বিজেপির সংসদীয় কমিটি ওই তালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন।

সূত্রের দাবি, বেশ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, বিপ্লব কুমার দেব-কে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার বিষয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক-কেও বিধানসভা নির্বাচনে প্রার্থী করার চিন্তাভাবনা চলছে। সূত্রের খবর, বিপ্লব কুমার দেবের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। বরং তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী বানানোর চিন্তাভাবনা করছে বিজেপি। কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণ হবে। তখন ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেব প্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য, নতুন মুখ বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিজেপি। কারণ, নির্ভরযোগ্য প্রার্থী পেতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে পদ্ম শিবির। তবে, এবার বিজেপির কিংবা আরএসএসের মতাদর্শে বিশ্বাসী ছাড়া কাউকেই নতুন মুখ হিসেবে প্রার্থী করবে না বিজেপি। অতীত থেকে শিক্ষা নিয়ে এই পথেই হাটবে বলে স্থির করেছে শাসক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *