BRAKING NEWS

গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে জল জীবন মিশনে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে ঃ পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে জল জীবন মিশনে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে৷ এই কর্মসূচি রূপায়ণে গ্রাম ও নগর এলাকায় প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে৷ সেই দিন আর দূরে নয়, রাজ্যের গ্রাম ও নগর এলাকার প্রতিটি বাড়ির আঙ্গিনায় পানীয় জলের সংযোগ পৌঁছে যাবে৷ বাড়ির মা-বোনেদের পানীয় জলের জন্য আর বাড়ির বাইরে যেতে হবে না৷ আজ রাণীরবাজার শপিং কমল্পে’ প্রাঙ্গণে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের জিরানীয়া শাখা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জল জীবন মিশনের সূচনা করেছিলেন৷ রাজ্যে ৭ লক্ষ ৪২ হাজার গ্রামীণ এলাকার বাড়িতে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছিল৷ ইতিমধ্যেই ৪ লক্ষ ৫ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী বলেন, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের জিরানীয়া শাখা কার্যালয়ের উদ্বোধনের ফলে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ ত্বরাণিত হবে৷ এতে জিরানীয়া, মান্দাই, বেলবাড়ি, পুরাতন আগরতলা ব্লক এবং জিরানীয়া নগরপ’ায়েত ও রাণীরবাজার পুর পরিষদ এলাকার জনগণ উপক’ত হবেন৷ পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী এই অ’লের মানুষের বাড়িতে দ্রত পানীয় জলের সুুযোগ পৌঁছে দিতে দপ্তরের প্রকৌশলীদের দ্রত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন৷ তিনি বলেন, সরকারের কাছে মানুষকে আসতে হবেনা৷ সরকারই মানুষের কাছে পৌঁছে যাবে৷ প্রতি ঘরে সুুশাসন অভিযানের আজ সমাপ্তি হচ্ছে৷ কিন্তু এই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে৷ রাজনীতির উর্ধে উঠে জনকল্যাণে কাজ করাই এই সরকারের লক্ষ্য৷
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস৷ উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *