BRAKING NEWS

 বিজয় মার্চেন্ট : জয়ের লক্ষ্যে আসাম ব্যাকফুটে থেকেও আশাবাদী ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।চালকের আসনে আসাম। ব্যাকফুটে ত্রিপুরা। সুরাটে বিজয় মার্চেন্ট ট্রফি তিন দিবসীয় ম্যাচ। পরাজয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে ত্রিপুরা শিবিরে। চতুর্থ ইনিংসে ১১৬ রান তাড়া করা, আসামের অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের কাছে তেমন দুরূহ কাজ নিশ্চয়ই নয়। তবুও ত্রিপুরার বোলারদের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ভাগ্যের চাকা ঘুরে গেলে বোলারও পারে খেলার মোড় ঘুরিয়ে দিতে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ তিন দিবসীয় ক্রিকেট ম্যাচ চলছে ত্রিপুরা ও আসামের মধ্যে। সুরাটের খোলবার জিমখানা গ্রাউন্ডে। দ্বিতীয় দিনের খেলা শেষে ইতিমধ্যে ত্রিপুরা ১১৬ রানে এগিয়ে রয়েছে। আসাম তাদের দ্বিতীয় ইনিংসে এই ১১৬ রান কে তাড়া করতেই আগামীকাল অন্তিম দিনে মাঠে নামবে। দিনভর অন্তত ৯০ ওভারের খেলা রয়েছে। সরাসরি জয় আসামের হাতের মুঠোয়। তবুও ত্রিপুরার বোলাররা বিশেষ করে প্রথম ইনিংসের মতো রিয়াদ, অভীক, রাকেশ এবং শুভজিৎ-রা অকস্মাৎ জ্বলে উঠতে পারলে হয়তো শতরানের মধ্যে আসামকে রুখে জয় হাসিল করা যেতে পারে। উল্লেখ্য, ত্রিপুরা তাদের প্রথম ইনিংসের ১৩৫ রানের জবাবে আসাম আজ, বুধবার ১৫০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে আরমান্দ জাফরি (৩৬) এবং ওয়াসিম আকরাম হক (২৩) দলকে মূলতঃ লিড এনে দেয়। ত্রিপুরার রিয়াদ হোসেন ৫০ রানে ৬টি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, অভিক পাল ও রাকেশ রুদ্র পাল পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ত্রিপুরা ১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৩ ওভার ১ বলে ১৩১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আয়ুস দেবনাথ এর ৩৫ রান এবং ওপেনার দেবাংশু দত্তের ২২ রান কিছুটা উল্লেখযোগ্য। আসামের প্রাঞ্জল পাল ৩৬ রানে পাঁচটি উইকেট পেয়েছে। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরার প্রথম ইনিংসে ১৩৫ রান, দ্বিতীয় ইনিংসে ১৩১ রান। আসাম প্রথম ইনিংসে ১৫০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *