BRAKING NEWS

শনিবার থেকে কোচবিহার ট্রফি : মূলপর্বের লক্ষ্যে তামিলনাড়ু জয়ে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে ত্রিপুরার ছেলেরা। আগামীকাল থেকে ম্যাচ। কোচবিহার ট্রফি চার দিবসীয় ম্যাচে ত্রিপুরার লীগ পর্যায়ে শেষ প্রতিপক্ষ তামিলনাড়ু। ছয় দলীয় গ্রুপ লীগে তামিলনাড়ু আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে চার ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে। যা  গ্রুপ লিগে দুটি জয় আর দুটি ড্র থেকে প্রাপ্ত। এদিকে ত্রিপুরার অবস্থান চতুর্থ। চার ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পেয়ে। একটিতে জয় এবং ২টিতে ড্রয়ের সুবাদে ত্রিপুরার পকেটে ১৩ পয়েন্ট এসেছে। চন্ডিগড় রয়েছে ত্রিপুরা থেকে এক ধাপ উপরে সম সংখ্যক ১৩ পয়েন্ট পেলেও রানের গড়ে তারা ত্রিপুরাকে ছাপিয়ে গেছে। বেঙ্গল রয়েছে দ্বিতীয় শীর্ষে, ষোল পয়েন্ট নিয়ে। শেষ ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান শেষ করে মূল পর্বের টিকিট পেতে চাইছে ত্রিপুরা। মাদুরায়ের তিরুনেলভেলিতে আইসিএল শঙ্কর নগর গ্রাউন্ডে ম্যাচ। মূল পর্বে পৌঁছতে হলে ত্রিপুরার সামনে তামিলনাড়ু জয় ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। বেঙ্গলের অবশ্য মূল পর্বে খেলা অনেকটা নিশ্চিত। কেননা আগামীকাল থেকে বেঙ্গলেরও খেলা রয়েছে মিজোরামের বিরুদ্ধে। আশা করা হচ্ছে মিজোরামের বিরুদ্ধে বেঙ্গল জয়ী হয়ে গ্রুপে থেকে মুলপর্বে খেলার ছাড়পত্র পাবে। উল্লেখ্য, ত্রিপুরার খেলোয়াড়রা বৃহস্পতিবারের মতো প্রায় তিন-চার ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। মোটকথা প্রীতম, সপ্তজিৎ, দীপজয়, আনন্দ-রা যদি ব্যাটেবলে নিজেদের সেরাটা দিতে পারে তাহলে হয়তো ত্রিপুরা দল আরও একবার কোচবিহার ট্রফি চার দিবসীয় আসরে মূলপর্বে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিতে পারবে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: আনন্দ, নবারুণ, অরিজিৎ, আরমান, দ্বীপজয়, দুর্লভ, অর্কজিত, সপ্তজিৎ, রোহন, দীপ্তনু, অর্কধ্যুতি, করণ, রিব্রজিৎ, দেবরাজ, দিপায়ন, রাজদীপ, আব্দুল, সম্রাট ও তথাগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *