BRAKING NEWS

করিমগঞ্জের শনবিল ভোলানাথ মন্দিরে বুধবার থেকে ১৬ প্রহর হরিনাম যজ্ঞ

শনবিল (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর মহকুমার অন্তর্গত শনবিল ভোলানাথ মন্দিরে ১৬ প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ।

এ বছরের হরিবাসরে নামসুধা পরিবেশনের জন্য আসবে অসম সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট কীর্তনীয়া দল। হরিনামে আসর মাতাবেন কলকাতার নবসখী সম্প্রদায়, নদিয়ার রাধারানি সম্প্রদায়, অসমের হোজাই জেলার পতিতপাবন সম্প্রদায়, অসমের কাছাড় জেলার শিলচরের রাধারানি সম্প্রদায় এবং কাছাড় জেলার শ্রীকোণার শিল্পী সম্প্রদায়।

আগামী ১৬ নভেম্বর বুধবার শুভ অধিবাসের মাধ্যমে মহানাম সংকীর্তনের সূচনা হবে। বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শনিবার দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ বছরের হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে।
হরিনাম যজ্ঞানুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করতে গঠন করা হয়েছে ৫২ সদস্যের অষ্টপ্রহর পরিচালন সমিতি। সমিতির সভাপতি মনোনীত করা হয়েছে মনোরঞ্জন দাসকে। এভাবে উপ-সভাপতি কৃষ্ণমোহন দাস, সম্পাদক দয়াময় দাস, সহ-সম্পাদক সজলকুমার দাস, কোষাধ্যক্ষ গোপাল দাস সহ অন্যদের সদস্য মনোনীত করে সমিতি গঠন করা হয়েছে।

এবারের ১৬ প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান সুন্দর ও সফল করে তুলতে রাতাবাড়ি এলাকার সর্বশ্রেণির মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন ভোলানাথ মন্দির কীর্তন সমিতির পদাধিকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *