BRAKING NEWS

এপিএসসি-উত্তীর্ণ নাইম উদ্দিনকে সংবর্ধনা জানালেন করিমগঞ্জের ডিএসপি জেমস সঙ্গাতে

করিমগঞ্জ (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : সদ্যঘোষিত আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা এলাকার লামাজুয়ার গ্রামের নাইম উদ্দিনকে সংবর্ধনা জানালেন হেডকোয়াটার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) জেমস সাঙ্গাতে।

মঙ্গলবার করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে নাইম উদ্দিনকে সংবর্ধনা জ্ঞাপন করেন ডিএসপি।

উল্লেখ্য, বদরপুর বিধানসভা এলাকার লামাজুয়ার গ্রামের প্রয়াত আব্দুল মতিন ও রুসনা বেগমের ছেলে নাইম উদ্দিন সম্প্রতি আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় আসাম পুলিশ সার্ভিসে (এপিএস) ২৫-তম স্থান দখল অর্জন করেন বদরপুর তথা করিমগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি করছেন।

২০০৯ সালে বদরপুরের আল আমিন অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য বরাক উপত্যকার বাইরে পাড়ি দেন তিনি। লামাজুয়ার গ্রামের নাইম উদ্দিনের এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ, বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বদরপুরের বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *