BRAKING NEWS

মুস্তাক আলি ক্রিকেটে গোয়াতে হার, ঋদ্ধিমানের নেতৃত্বেও তথৈবচ ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। ঋদ্ধিমানের নেতৃত্বাধীন ত্রিপুরারও হার দিয়ে শুরু। ‘‌ইমপেক্ট ক্রিকেটার’ তুনিশ সাওকরের হাত ধরে জয় পেলো গোয়া। ত্রিপুরার বিরুদ্ধে। জয়পুরে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। সোয়াই মানসিং স্টেডিয়ামে মঙ্গলবার ত্রিপুরার রানকে তাড়া করতে নেমে গোয়া যখন খাদের কিনারায় তখনই ঋদ্ধিমান সাহা-‌র ত্রিপুরা দলের জয়ের গ্রাস কেড়ে নেন ‌‘‌ইমপেক্ট ক্রিকেটার’তুনিশ সাওকর। তুনিশকে সঙ্গে যোগ্য সহযোগিতা করেন কে বি একনাথ। ওই দুজন ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে গোয়াকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করে জয় এনে দেন। হারলেও এদিন প্রশংসার দাবি রাখেন ত্রিপুরার ৪ পেসার মণিশঙ্কর মুড়াসিং, অজয় সরকার, রাণা দত্ত এবং দীপক ক্ষাত্রি। ত্রিপুরা যদি স্কোরবোর্ডে আরও ২০ রান বেশী যোগ করতে পারতো তাহলে হয়তোবা ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। সকালে গোয়ার অধিনায়ক স্নেহাল কাউথানকর টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। গোয়ার বোলারদের আটোসাটো বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় ত্রিপুরা। দলের তিন পেশাদার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (‌৫), সুদীপ চ্যাটার্জি (‌৬) এবং দীপক ক্ষাত্রি (‌৩) ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ত্রিপুরা চাপে পড়ে যায়। চাপ কাটিয়ে ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করে। দলের পক্ষে শুভম ঘোষ ২৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪, শ্রীদাম পাল ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, সহ অধিনায়ক রজত দে ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং ওপেনার বিক্রম কুমার দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। গোয়ার পক্ষে অমিত যাদব (‌৩/‌১০) এবং লক্ষয় এ গার্গ (‌২/‌২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যায় গোয়া। সঙ্গে অবশ্যই প্রশংসার দাবি রাখেন দলীয় ফিল্ডাররা। একসময় মাত্র ২০ রানে আদিত্য কৌশিক (‌৩), দলনায়ক স্নেহাল (‌১), এস ডি লেড (‌৭) এবং সুয়েশ এস প্রভুদেশাই (‌৬)কে হারিয়ে যখন গোয়া গভীর খাদের কিনারায় তখনই ব্যাট হাতে রুখে দঁাড়ান ‘‌ইমপেক্ট ক্রিকেটার’তুনিশ সাওকর। তঁাকে যোগ্য সঙ্গ দেন কে বি একনাথ। তুনিশ শুরু থেকেই আক্রমাত্তক খেলে ত্রিপুরার বোলারদের মনোবল ভাঙ্গার চেষ্টা করেন। পারভেজ সুতানের প্রথম ওভারে ১৬ রান নিয়ে কিছুটা চাপ কাটান গোয়ার দুই ব্যাটসম্যান। ওই জুটি ৩৭ বল খেলে ৫১ রান যোগ করে গোয়াকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। তুনিশ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। এরপর দ্বীপরাজ গোয়েঙ্কারকে সঙ্গে দিয়ে গোয়াকে জয় এনে দেন একনাথ। ওই জুটি ৩০ বল খেলে ৪৭ রানে অপরাজিত থেকে যান। গোয়া ১৮.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। একনাথ ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং দ্বীপরাজ ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অজয় সরকার (‌১/‌১৪), শঙ্কর পাল (‌১/‌১৫), মণিশঙ্কর মুড়াসিং (‌১/‌১৫) এবং দীপক ক্ষাত্রী (‌১/‌২৩) উইকেট পেয়েছেন। আজ ত্রিপুরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে।  ‌‌‌‌  ‌‌‌‌‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *