বিলোনীয়া পুর পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৩ আগস্ট৷৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পালিত হচ্ছে আজাদী কি অমৃত মহোৎসব৷ তাই স্মরণীয় করে রাখতে বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

রক্তদান মানে জীবন দান তাই এই পুণ্যদিনে রক্তদান শিবির করে মুমূর্ষ রোগীদের জীবন দান করার প্রয়াস নিয়েছে বিলোনিয়া পুর পরিষদ৷ প্রদীপ জালিয়ে  শুভ সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক রতন ভৌমিক৷ এ বিষয়ে বলতে গিয়ে পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক রতন ভৌমিক বলেন রক্ত আমরা তৈরি করতে পারি না একমাত্র দানের মাধ্যমে রক্তের সমস্যা সমাধান করা সম্ভব৷ তাই প্রত্যেক নাগরিককে রক্তদানে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি৷ তিনি বলেন রক্তের মূল্য একমাত্র তারাই বুঝেন যাদের রক্তের প্রয়োজন হয়৷ রক্তের জন্য যাতে কাউকে মৃত্যুবরণ করতে না হয় তার জন্য এই রক্তদান শিবির বলে বলেন তিনি৷  বক্তব্য রাখেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ তিনি সকলকে ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসার আবেদন রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *