BRAKING NEWS

স্বাধীনতা দিবসকে বানচাল করার চেষ্টা করলে কড়া হাতে দমন করবে পুলিশ প্রশাসন, সতর্কবার্তা ডিজিপির

গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : শ্রদ্ধা ও মর্যাদার ৭৫-তম স্বাধীনতা দিবস বানচাল করার চেষ্টা যে বা যারা করবে, কড়া হাতে তাদের দমন করা হবে। বলেছেন রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) ভাস্করজ্যোতি মহন্ত।

আজ শুক্রবার আসন্ন ৭৫-তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি পরিদর্শন করতে খানাপাড়ায় এসেছিলেন ডিজিপি। এখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে তিনি বলেন, ‘‘প্রস্তুতি ভালো চলছে। বিশেষ করে ‘প্যান্থারস অন হুইলস’, যা আমি প্রায় ১০ বছর আগে আসাম পুলিশের জন্য তৈরি করেছিলাম। এই প্যান্থারদের সাহসিকতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে পুরুষ এবং মহিলা উভয়েরই তৈরি ইউনিট। তাই আমরা আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে একটি চমৎকার প্রদর্শনের প্রত্যাশা করছি।’’ এই সুযোগে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে ডিজিপি বলেন, বিরল এই উপলক্ষ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আনন্দ এবং দেশাত্মবোধের সাথে উদযাপন করুন।’’

স্বাধীনতা দিবসকে নিষ্কণ্টক করতে রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জনিয়ে তিনি বলেন, ‘আজাদি কি অমৃত মহোৎসব’ যাতে নির্ঝঞ্ঝাটে কাটতে পারে তার প্রতি তীক্ষ্ণ নজর রয়েছে পুলিশ প্রশাসনের। উজান অসমে এনএসসিএন-এর সঙ্গে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে আলফা স্বাধীন। তাই স্পর্শকাতর ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর ইত্যাদি জেলায় আধা-সেনা ছাড়াও মোতায়েন করা হয়েছে অসম পুলিশের ব্ল্যাকপ্যান্থার। কোথাও কোথাও ভারতীয় সেনাকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। আলফা, এনএসসিএন-এর কষ়েকটি দল তিনসুকিয়া জেলার অরুণাচল প্রদেশ সীমান্তে প্রবেশ করার খবর পেয়ে সম্ভাব্য ঘন জঙ্গলে আধা-সেনা ও ব্ল্যাকপ্যান্থার অভিযান চালিয়েছে।

আলফা (স্বাধীন)-এর স্বাধীনতা দিবস বৰ্জনের ডাক সম্পর্কে পুলিশ-প্রধানের বক্তব্য, ‘আলফার স্বাধীনতা দিবস বৰ্জনের ডাক অসমে কোনও নতুন বিষয় নয়। প্ৰত্যেকবারই তারা স্বাধীনতা দিবসে বনধ-এর আহ্বান করে, এবারও ঘোষণা করেছে৷ এতে নতুনত্ব কিছুই নেই৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *