হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে জোলাইবাড়িতে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ আগস্ট৷৷  হর ঘর তিরঙ্গাকে কেন্দ্র করে জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক সেমিনার৷

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নিয়েছে৷  কেন্দ্রীয় সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে শুক্রবার জোলাইবাড়ী কমিউনিটি হলে জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে এক সেমিনারের আয়োজন করাহয়৷  আজকের এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচির দিকগুলি সকলের সামনে তুলে ধরলেন৷  তাব পাশাপাশি জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টচার্য্য সকলকে আগামী ১৩ ই আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত প্রত্যেকের বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিশেষ আহ্বান জানান৷  অনুষ্ঠানে শিশুদের নিয়ে নৃত্য ও নাটক সকলের সামনে উপস্থাপন করা হয়৷

জোলাইবাড়ী ব্লক কতৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টাচার্য্য, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা৷ আজকের এই সেমিনারে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্যকরাযায়৷
এদিকে, স্বধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাীকা অমৃৎ মহোৎসবকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতেনিয়েছে৷  এই কর্মসূচীকে বাস্তবায়িত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানান কর্মসূচী৷  সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তির বাজার পৌর পরিষদের উদ্দ্যোগে পৌর এলাকার ৬৪ টি স্ব সহায় দলের সদস্য পৌর পরিষদের চেয়ারম্যান সহ কাউন্সিলার ও পৌর পরিষদের কর্মরত কর্মীদের উপস্থিতিতে শান্তির বাজারে এক সুবিশাল রেলী সংগঠীত করাহয়৷  আজকের রেলিটি পৌর পরিষদ প্রাঙ্গন থেকে শুরুহয়ে শান্তির বাজার ব্রীজ সংলগ্ণ এলাকা পরিক্রমন করে সুগার মিল এলাকা থেকে পরিক্রমা করে পুনরায় পৌর পরিষদের কার্যালয়ে এসে সমাপ্তিহয়৷  আজকের এই রেলিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন লোক স্বতফূর্ত ভাবে অংশগ্রহন করে৷  সকলে শৃঙ্খলার মধ্যদিয়ে জাতীয় পতাকা হাতেনিয়ে বাজার এলাকায় রেলিতে অংশগ্রহন করে৷  আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্ণা বৈদ্য, পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ৷  আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার৷ অপরদিকে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে পৌর পরিষদে হয় এক স্বচ্ছ ভারত অভিযান৷  এই অভিযানের মাধ্যমে পৌর পরিষদ অফিস প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়৷  আজকের এই স্বচ্ছভারত অভিযানে সকলে ব্যাপক উৎসাহের সহিত অংশ গ্রহন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *