/ভারত বাঁচাও এর শ্লোগান তুলে বিলোনীয়ায় বামপন্থীদের গণমিছিল

ভারত বাঁচাও এর শ্লোগান তুলে বিলোনীয়ায় বামপন্থীদের গণমিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ সংবিধান বাঁচাও, গনতন্ত্র বাঁচাও, বাঁচাও ভারত-এ আহ্বানে বামপন্থী বিভিন্ন গনসংগঠনের মিছিল সংঘটিত হয়েছে বিলোনিয়ায়৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদাপনকে সামনে রেখে সংবিধান বাঁচাও,গনতন্ত্র বাঁচাও, বাঁচাও ভারত- এই লড়াইয়ের অঙ্গীকার বদ্ব হোন৷ এই আহ্বানকে সামনে রেখে সোমবার দুপুর ১২ টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে বামফ্রন্টের বিভিন্ন গনসংগঠনের ডাকে এক গর্জমান  মিছিল সংগঠিত হয়৷ মিছিলে ছাত্র, যুব, নারী,কৃষক, শ্রমিক, তপশিলি, প্রত্যেকটি গনসংগঠন তাদের সংগঠনের নির্দিষ্ট দাবির ব্যানার নিয়ে এ দিনের মিছিলে সামিল হয়৷ দ্রব্যমূল্য বৃদ্বি, শিক্ষার বেসরকারি করণ, নারী অধিকার খর্ব,শ্রম কোড বাতিল করা সহ আরো অন্যান্য দাবি নিযে তীব্র প্রতিবাদে সামিল হয বামপন্থী বিভিন্ন গনসংগঠন গুলি৷গনসংগঠনের বিভিন্ন রং এর পতাকা হাতে নিয়ে অসংখ্য নারী পুরুষ, যুব থেকে শুরু করে বিভিন্ন গনসংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত হয়৷মিছিলটি পুরাতন মোটরষ্ট্যন্ড, ব্যাংক রোড,এক নং টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয়৷সেখানে  সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত  আলোচনা রাখতে গিয়ে  স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট টেনে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভুমিকা নিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরেন৷ তিনি আরো বলেন ,স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশার ব্যাবধান ঘোচাতে গণ মিছিলে সামিল হোন৷১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন  ঐতিহাসিক আন্দোলন ৷সেই আন্দোলন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ মহিমা বহন করে এবং ১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময়ে স্বাধীনতার প্রাপ্তি প্রত্যাশা এই দুইয়ের ব্যাবধানে আজ ৭৫ তম স্বাধীনতা আমরা উদযাপন করব৷ তারই প্রস্তুতি চলছে গোটা দেশজুড়ে৷ এই গণমিছিলে স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে কমিউনিস্ট পার্টি যে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল তাদের প্রতিকৃতিকে সঙ্গে নিয়ে হয় মিছিল৷  মিছিলে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য দীপংকর সেন, নারী নেত্রী শেফালী মজুমদার, শ্রমিক নেতা বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, প্রাক্তনযুব নেতা রিপু সাহা, কৃষক নেতা বাবুল দেবনাথ, নারী নেত্রী অনিন্দিতা সাহা সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা৷

TAGS: