BRAKING NEWS

বিপ্লব দেবের পান দোকানের পরামর্শ কাজে লাগালেন কিশোর মজুমবাদর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ আগস্ট৷৷ সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঝটিকা সফরে আসেন চড়িলাম ব্লকের অন্তর্গত সুনামগঞ্জ বাজারে৷ সেখানে তিনি কিশোর মজুমদার নামে এক পান দোকানের মালিকের আহ্বানে সাড়া দিয়ে ছুটে আসেন৷ এখানে উল্লেখ্য মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিপ্লব কুমার দেব যখন যুবকদের অবসর না বসে থেকে পান দোকান দিয়ে বা ছোটখাটো ব্যবস্যা শুরু করার পরামর্শ দিয়েছিলেন৷ তখন বিরোধীরা এটা নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন৷ কিন্তু সুনামগঞ্জ বাজারের কিশোর মজুমদার বিপ্লব কুমার দেবের কথায় অনুপ্রাণিত হয়ে ১০হাজার টাকা খরচ করে একটা পানের দোকান দিয়ে বসেন৷ বর্তমানে প্রতিমাসে তিনি ১৪ থেকে ১৫ হাজার টাকা রোজগার করছেন৷ উনার পরিবারও স্বাচ্ছন্দে চালাচ্ছেন৷ অদম্য ও প্রবল ইচ্ছা শক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই যে অন্তরায় হতে পারে না তার অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত৷ যুব উদ্যোক্তা কিশোর মজুমদার কিছুদিন আগে সোসাইল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জ বাজারে কিশোর মজুমদারের দোকানে আসার নিমন্ত্রণ জানান৷ আর সেই ডাকে ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কিশোর মজুমদারের দোকানের পানও খান, কিছুটা সময় দুজনের মধ্যে আলাপচারিতা হয়৷ এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন চড়িলামের কিশোর মজুমদার পানের দোকান এর মাধ্যমে আজ আত্মনির্ভর ৷ নিষ্ঠার সাথে সম্পাদিত প্রত্যেকটি কাজই সম্মানের৷ যুব উদ্যোক্তা কিশোর মজুমদারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *