BRAKING NEWS

দিল্লি সফরে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে সাক্ষাত মুখ্যমন্ত্রীর, উপকৃত ত্রিপুরা

আগরতলা, ৮ আগস্ট (হি. স.) : দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সাক্ষাতে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হয়েছে। ত্রিপুরার ২১৭ কিমি রাস্তা ভারতমালা প্রকল্পের অধীনে নেওয়া, নদীগুলির নাব্যতা বৃদ্ধি করা, লাইট হাউস প্রকল্পে অতিরিক্ত অর্থ সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে আরও ৬৫২৩টি বাড়ির অনুমোদনে সম্মতি আদায় সম্ভব হয়েছে।

আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা লেখেন, ত্রিপুরায় জাতীয় সড়ক ও সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এবং সংশ্লিষ্ট মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং-এর সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে।

এদিন নীতিন গডকরি সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এবং এনএইচআইডিসিএলের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, ত্রিপুরায় কমলপুর-আমবাসা-গন্ডাছড়া-অমরপুর সড়ক(১৪৮ কিলোমিটার), উদয়পুর-সোনামুড়া-কুমিল্লা সড়ক(৪৪ কিলোমিটার) এবং আগরতলা শহরের বাইপাস পশ্চিমের (২৫ কিলোমিটার) সড়ক ভারতমালা ২.০ প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হোক। সাথে তিনি ৮ নম্বর জাতীয় সড়কের আগরতলা-তেলিয়ামুড়া অংশকে চার লেন এবং খোয়াই-তেলিয়ামুড়া-অমরপুর-সাব্রুম পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, ত্রিপুরায় পাকা সেতু এবং সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের জন্য ‘সেন্ট্রাল রোড ইনফ্রাস্টাকচার ফান্ড ফর কনস্ট্রাকশান’ থেকে ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিকে, আজ নয়াদিল্লির পরিবহণ ভবনে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ, জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি সামাজিক মাধ্যমে এক বার্তায় লেখেন, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ত্রিপুরায় একটি ৫০ শয্যার আয়ুষ হাসপাতাল এবং ৫০টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি নদীগুলির নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিং এবং মূল ভূখণ্ডের সাথে নৌপথের সংযোগ আরো উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিন ত্রিপুরার শহর এলাকায় পানীয়জল সরবরাহ, পয়ঃপ্রণালী নিষ্কাশন এবং আবাসন গড়ে তোলার বিষয় নিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আমাদের অনুরোধ মোতাবেক লাইট হাউস প্রজেক্ট আগরতলার জন্য অতিরিক্ত তহবিল অনুমোদন, বড়জলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট থেকে ৬ হাজার পয়ঃনিষ্কাশন সংযোগ প্রদান, অমরুত ২.০-এর অধীনে ৮টি ছোট শহরে পানীয়জল সরবরাহ প্রকল্পের অনুমোদন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অধীনে অতিরিক্ত ৬,৫২৩টি বাড়ির অনুমোদনের জন্য সম্মত হয়েছেন। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক থেকে এই অতিরিক্ত বরাদ্দ ত্রিপুরার শহর এলাকায় ‘সহজ জীবনযাত্রার’ মান উন্নয়নে সহায়ক হবে বলে জোর গলায় দাবি করেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *