চাকুরীর দাবিতে ফের বিক্ষোভ টেট উত্তীর্ণ বেকারদের

আগরতলা, ৬ আগস্ট : চাকরির দাবিতে ফের রাস্তায় নামল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ প্রতিশ্রুতি পূরণ করুক, এই দাবি টেট উত্তীর্ণদের।  শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন পুজোর আগে প্রত্যেককে নিয়োগ করা হবে। কিন্তু মাত্র ৫৭৬ জন উত্তীর্ণদের নিয়োগ করা হচ্ছে। যার ফলে হতাশা দেখা দিয়েছে টেট উত্তীর্ণদের মধ্যে। এরই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিন বিক্ষোভ মিছিলটি শিক্ষা ভবনে গেলে সেখানেও তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। যদিও পরবর্তীতে ২০২১ সালের টেট উত্তীর্ণ দের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের এডিশনাল ডাইরেক্টর বি ভট্টাচার্য্যের সাথে দেখা করেছেন। ২০২১ সালের টেট উত্তীর্ণ দের অভিযোগ, শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের সাথে তারা দেখা করেছেন। কিন্তু তাদেরকে সদ্দুত্তর কেউই দিচ্ছেন না। শিক্ষামন্ত্রী ভিন্ন সময় ভিন্ন কথা বলছেন। যার উপর ভরসা করতে না পেরে তারা আন্দোলনে সামিল হচ্ছেন। প্রত্যেককে এক সঙ্গে নিয়োগ করা হোক, এটাই দাবি তাদের।  তবে ইতিমধ্যেই ৫৭৬ জনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *