BRAKING NEWS

Shantirbazar :শান্তিরবাজারে আন্তঃস্কুল ক্রিকেট, সোমবার থেকে ফিরতি লিগের খেলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। চারদলীয় প্রথম লিগের খেলা শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে ফিরতি লিগের খেলা। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ, রবিবার জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি স্কুল দল ৬ উইকেটে জয়ী হয়েছে। হারিয়েছে বৃন্তক শিক্ষা নিকেতনকে। লো স্কোরিং ম্যাচে জোলাইবাড়ি অনেকটা সহজ জয় পেয়েছে। বৃন্তক শিক্ষা নিকেতনের ছেলেরা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু জোলাইবাড়ি স্কুলের বোলারদের সম্মিলিত অ্যাটাকের পাশাপাশি ফিল্ডারদের প্রয়াসে শিক্ষা নিকেতন নজরকাড়া স্কোর গড়তে ব্যর্থ হয়। মোটকথা, সহজ জয় পেলো জোলাইবাড়ি স্কুল। ৬ উইকেটে পরাজিত করলো বৃন্তক শিক্ষা নিকেতনকে। দুই ম্যাচে পরাজিত হয়ে খেতাবের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়লো বৃন্তক শিক্ষা নিকেতন। শান্তির বাজার ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার।বৃন্তক শিক্ষা নিকেতনের মাত্র ৫৭ রানের জবাবে জোলাইবাড়ি স্কুল ৮.‌১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সংকটে পড়ে যায় বৃন্তক শিক্ষা নিকেতন। জোলাইবাড়ি স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে কার্যত মাথা তুলেই দাড়াতে পারেনি বৃন্তক শিক্ষা নিকেতনের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ১৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয়। বৃন্তক শিক্ষা নিকেতন যদি শ্রীমান অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৩১ রান না পেতো তাহলে হয়তো বা দলীয় স্কোর ২০ রানের গন্ডি পার হতো না। দলকে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা পেতে সহায়তা করে জোলাইবাড়ি স্কুলের বোলাররা। দলের পক্ষে ওপেনার আরব বৈদ্য ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করেনি। জোলাইবাড়ি স্কুলের পক্ষে চিন্ময় বিশ্বাস (‌২/‌৩), দেবজিৎ দত্ত (‌২/‌১৪) এবং রাহুল গুহ (‌২/‌২৪) সফল বোলার। বিপক্ষের গড়া অল্পরানকে তাড়া করতে নেমে জোলাইবাড়ি স্কুলের ছেলেরা ৪৯ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিজয় সেন ‌‌‌১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রানে এবং সুভাষ সেন ২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে শায়ন নম:‌ ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। বৃন্তক শিক্ষা নিকেতনের পক্ষে সৌরভ বাসু (‌২/‌২৪) এবং সোহেল মগ (‌২/‌৩৬) সফল বোলার। ‌‌উল্লেখ্য, ফিরতি লিগের প্রথম ম্যাচে আগামীকাল উত্তর তাওখমা হাই স্কুল খেলবে জোলাইবারি দ্বাদশ শ্রেণি স্কুলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *