Sports :পশ্চিম জেলা সংস্থার উদ্যোগে আন্ত:‌ ক্লাব খো খো’র আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। করোনার জন্য পিছিয়ে পড়া খো খো খেলাকে কীভাবে আবারও জনপ্রিয় করা যায় তা নিয়েই হলো আলোচনা। নবগঠিত পশ্চিম জেলা খো খো কমিটির প্রথম সভায়। শনিবার সন্ধ্যায় এন এস আর সি সি-তে হয় নবগঠিত কমিটির প্রথম সভা। শুরুতে পরিচয় পর্বের পর ওই ইভেন্টের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কী কী করা দরকার তা নিয়ে হয় বিস্তর আলোচনা। তাতে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। দীর্ঘ আলোচনার পর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে ওই ইভেন্টে নতুন মুখ বের করে আনতে হলে সর্বাগ্রে দরকার আসর করার। আর ওই আসর থেকেই বাছাই করা হবে প্রতিভাবান খেলোয়াড়দের। যাদের নিয়ে আগামীদিনে বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হবে। সর্বসম্মতিভাবে প্রাথমিকভাবে ওই সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত হয় অচীরেই পশ্চিম জোলা খো খো সংস্থার উদ্যোগে করা হবে আন্ত:‌ ক্লাব খো খো প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা থেকে বাছাই করা হবে প্রতিভাবান খেলোয়াড়। পশ্চিম জেলা খো খো সংস্থার সম্পাদিকা মিনতি পাল এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। এদিকে গেলো ফেব্রুয়ারি মাঠে স্পোর্টস অ্যাক্ট মোতাবেক গঠিত হয়েছিলো পশ্চিম জেলা খো খো সংস্থা। ১৬ সদস্যের ওই কমিটির সভাপতি চন্দন শূর, সহসভাপতি আশু রঞ্জন মজুমদার, সম্পাদিকা মিনতি পাল, যুগ্ম সম্পাদক সুব্রত পাল এবং কোষাধ্যক্ষ তপন রুদ্রুপাল নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটির মূল লক্ষ্য জেলার খো খো খেলার জনপ্রিযতা বাড়ানোর পাশাপাশি নতুন খেলোয়াড় তুলে এনে রাজ্যকে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *