BRAKING NEWS

Karthik :এক লাফে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১০৮ ধাপ উঠলেন কার্তিক, অবনতি বিরাট-রোহিতের

দুবাই, ২২ জুন (হি.স.) : আইসিসি-র টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ১০৮ ধাপ উঠলেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ছন্দে থাকারই পুরস্কার পেলেন দীনেশ । এখন তিনি ৮৭ নম্বরে। প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিশন। ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১৮ নম্বরে ।

সদ্য সমাপ্ত আইপিএলে দুরন্ত ফর্মে থাকার সুবাদে জাতীয় দলে কামব্যাক করেছিলেন। তারপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। তারপরেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন ১০৮ ধাপ! বুধবার বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশ হওয়ার পরে ক্রমতালিকায় দীনেশ কার্তিকের জায়গা নিয়ে জোর চর্চা ক্রিকেট মহলে। আরসিবির হয়ে ফিনিশার হিসাবে অপ্রতিরোধ্য ছিলেন কার্তিক। প্রায় ১৮৫ স্ট্রাইক রেট রেখে ১৬ ম্যাচে তিনশোর উপরে রান করেছিলেন তিনি। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন কার্তিক। রাজকোটে মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন ডিকে। তাঁর বড় রানের উপরে ভিত্তি করেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আপাতত ৮৭ নম্বরে রয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পুরষ্কার পেলেন ঈশান কিষাণও। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এই বাঁ হাতি ব্যাটার। চার ম্যাচে ২০৬ রান করেছিলেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন ঈশান। ব্যাটারদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। সিরিজে না খেলার দরুণ ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি। অবনতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও । ১৮ নম্বরে রয়েছেন তিনি।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন বাবর আজম। বোলারদের এক নম্বরে রয়েছেন অস্ট্রেলীয় পেসার জশ হেজেলউড। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভাল র‍্যাঙ্কিং যুজবেন্দ্র চাহালের। ২৩ নম্বরে রয়েছেন তিনি। টেস্টে অলরাউন্ডার হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। বোলিং বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জশপ্রীত বুমরা। ব্যাটারদের তালিকায় দশ নম্বরে রয়েছেন বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *