BRAKING NEWS

BJP : কল্যাণপুর জনজাতি মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ ২৯  কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি কল্যাণপুর মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কল্যাণপুর বৈরাগী পাড়া সুকল মাঠে রবিবার দুপুরে৷


এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্ব-শাসিত জেলা পরিষদের এমডিসি বিরোধী দলনেতা হংস ত্রিপুরা, ২৯ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বে৷ এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কল্যাণপুরের বৈরাগীপাড়া সুকল মাঠে৷ বিজেপি পতাকা উত্তোলন করেন জনজাতি মোর্চার সভাপতি৷৷ পরে প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বশাসিত জেলা পরিষদের এম ডি সি তথা স্বশাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস ত্রিপুরা৷ স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে এ দিনের জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক শুরু হয়৷ কয়েক শতাধিক জনজাতি অংশের মানুষেরা অংশগ্রহণ করেন এই সাংগঠনিক বৈঠকে৷ এদিনের এই সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৯কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তিনি তার বক্তব্যে জনজাতি এলাকা গুলির মধ্যে কি কি উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন৷ তারপর বক্তব্য রাখেন বিজেপি রাজ্য জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা৷ তিনি তার বক্তব্যে তুলে ধরেন,বিজিবি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতি এলাকাগুলিতে রাস্তাঘাট শিক্ষাব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা উন্নয়ন হয়েছে৷তিনি আরো বলেন বিগত দিনের সরকার প্রত্যন্ত প্রথার জনজাতি এলাকা গুলির জন্য তেমন কোন উন্নয়ন করতে সক্ষম হয়নি৷ এদিনের এই সাংগঠনিক বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে স্ব-শাসিত জেলা পরিষদের এম ডি সি তথা স্ব-শাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস ত্রিপুরা বক্তব্য রাখেন৷ তিনি তার বক্তব্যে বলেছেন, স্ব-শাসিত জেলা পরিষদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে৷ তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রত্যন্ত পাহাড়ি জনপদ এলাকা গুলির মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলের প্রতি বছর যেখানে প্রতিটি এডিসি ভিলেজের অধীনে যেখানে ১৮ থেকে ২০ টি ঘর দিতে সক্ষম হয়েছে৷ এই যে কোন দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রতিটি এডিসি ভিলেজ এলাকায় দুই শতাধিক উপরের ঘর প্রদান করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *