BRAKING NEWS

ত্রিপুরায় প্রবেশে কাল থেকে কোভিড টেস্ট বাধ্যতামূলক

আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় হটাত করোনার প্রকোপ দেখা দিয়েছে। সারা দেশেও একই অবস্থা। তাই, বহি:রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার। আগামীকাল থেকে ওই আদেশ কার্যকর হবে


আজ ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতর এক আদেশে জানিয়েছে, ৯ জানুয়ারি থেকে এমবিবি বিমান বন্দর, রেলওয়ে স্টেশন এবং চূড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশে সমস্ত যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক। এমনকি কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা টিকার ডাবল ডোজ সার্টিফিকেট থাকলেও করোনার নমুনা পরীক্ষা করতে হবে।


দফতরের তরফে আজ সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিকদের ওই আদেশনামা পাঠানো হয়েছে। সাথে ওই আদেশ কঠোরভাবে পালনে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য সমস্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এমবিবি বিমান বন্দরের অধিকর্তা, সমস্ত রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং চূড়াইবাড়ি চেকপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকদের অবগত করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *