BRAKING NEWS

অসমের পাঁচ কেন্দ্রই বিজেপি-জোটের দখলে, বিধ্বস্ত বিরোধী কংগ্রেস-এআইইউডিএফ

গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : বিরোধী কংগ্রেস এবং এআইইউডিএফকে ধরাশায়ী করে প্রত্যাশা মতোই পাঁচ আসন যথাক্ৰমে ২৮ নম্বর গোসাঁইগাঁও, ৪১ নম্বর ভবানীপুর, ৫৮ নম্বর তামুলপুর, ১০১ নম্বর মরিয়নি এবং ১০৭ নম্বর থাওড়া আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপি এবং শরিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)-এর প্রার্থীরা। ইতিমধ্যে মোট পাঁচটি আসন যথাক্রমে মরিয়নিতে রূপজ্যোতি কুর্মি, থাওড়ায় সুশান্ত বড়গোহাঁই, ভবানীপুরে বিজেপি প্রার্থী ফণীধর তালুকদার, গোসাঁইগাঁওয়ে ইউপিপিএল প্রার্থী জিরন বসুমতারি এবং তামুলপুর আসনে জোটশরিক ইউপিপিএল প্রার্থী জলেন বসুমতারিকে বিজয়ী বলে সরকারিভাবে বিজয়ী বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


রাজ্য নির্বাচন আধিকারিক দফতর সূত্রের খবরে জানা গেছে, মরিয়নিতে ৪০,১০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্ৰাৰ্থী রূপজ্যোতি কুৰ্মি। রূপজ্যোতি পেয়েছেন মোট ৫৫,৪৮৯টি ভোট। তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেস প্ৰাৰ্থী লোহিত কোঁওর ভোট পেয়েছেন মাত্র ১৫,৩৮৪টি ভোট। এছাড়া নিৰ্দল (রাইজর দল) প্রাৰ্থা সঞ্জীব গগৈ ১৫,১৪৯টি, অসম সংগ্ৰামী মঞ্চের গোপাল ঘাটোয়ার ১,৩৬৯টি ভোট পেয়েছেন। মরিয়নিতে নোটায় ভোট পড়েছে ১,৫১৫টি।


মরিয়নি আসনে এবার পোস্টাল ভোট ছিল ৩৮৫টি। ভোটগণনার পর পোস্টাল ব্যালটে ১০৯টি ভোট বাতিল হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৫২টি, কংগ্ৰেস প্রার্থী ৬৩টি, রাইজর দল ৪৩টি এবং অসম সংগ্ৰামী মঞ্চের প্ৰাৰ্থী পেয়েছেন ৩-টি ভোট।


এদিকে থাওড়ায় বিজেপি প্ৰাৰ্থী সুশান্ত বড়গোহাঁই তাঁর নিকটতম রাইজর দলের প্রার্থী ধৈৰ্য কোঁওরকে ৩০,৫৬১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। সুশান্ত পেয়েছেন ৫৪,৯৫৬টি ভোট এবং নিৰ্দল (রাইজর দল)-এর প্রার্থী ধৈর্য কোঁওরের ঝুলিতে গেছে ২৪,৩৯৫টি ভোট। এছাড়া নোটায় ভোট পড়েছে ৭০৬টি।


ভবানীপুরে বিজেপি প্রার্থী ফণীধর তালুকদার ২৫,৬৪১টি ভোটের ব্যবধানে কংগ্ৰেসের শৈলেন দাসকে পরাজিত করেছেন। ফণীধর পেয়েছেন মোট ৬৪,২০০টি ভোট এবং কংগ্রেসের শৈলেন দাস পেয়েছেন ৩৮,৫৫৯টি ভোট। ভবানীপুরে নোটায় ভোট পড়েছে ১,১২০টি।


এদিকে গোসাঁইগাঁও বিজেপি-জোট ইউপিপিএল-এর প্রার্থী বিজয়ী হয়েছেন। গোসাঁইগাঁওয়ে ভোটগণনার তথ্য অনুযায়ী ইউপিপিএল প্ৰাৰ্থী জিরন বসুমতারি কংগ্রেস প্রার্থী জুয়েল টুডুর চেয়ে ২৮,২৫২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। ইউপিপিএল প্ৰাৰ্থী জিরন বসুমতারি পেয়েছেন ৫৮,৭৬৯ এবং কংগ্রেস প্রার্থী জুয়েল টুডু পেয়েছেন ৩০,৫১৭টি ভোট। এআইইউডিএফ প্ৰাৰ্থীর ঝুলিতে গেছে মাত্র ১৯,১৯৪টি ভোট। ওই আসনে বিপিএফ প্রার্থী ধ্রুবকুমার ব্রহ্ম নার্জারি ভোট পেয়েছেন ২০,১৭৮টি। নোটায় ভোট পড়েছে ১,৩৬৯টি।


তামুলপুরে বিজেপি-জোট শরিক ইউপিপিএল প্রার্থী জলেন দৈমারি তাঁর নিকটতম নির্দল প্রার্থী গণেশ কছারিকে ৫৭,০৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জলেন পেয়েছেন ৮৬,৬৭৮ এবং গণেশের ঝুলিতে গেছে ২৯,৬১৯টি ভোট। তামুলপুরে কংগ্ৰেস প্রার্থী ভাস্কর দাহাল পেয়েছেন মাত্র ৭,১৫৮টি ভোট। তামুলপুরে নোটায় ভোট পড়েছে ২,৯০৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *