পানাজি, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আঞ্চলিক গর্বের প্রতীক ও প্রতিমূর্তি বললেন তিনি। শনিবার মত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন বিজয় সরদেশাই। মমতার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরদেশাই বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আঞ্চলিক গর্বের প্রতীক ও প্রতিমূর্তি, আমরাও আঞ্চলিক দল। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা আমরা স্বাগত জানাচ্ছি। আমি আজ তাঁর সাথে দেখা করেছি এবং আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করব।”
মমতার সঙ্গে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিজয় সরদেশাই জানিয়েছেন, “বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। আমরা ভোটের বিভাজন এড়াতে চাই। তাই আঞ্চলিক দলগুলিকে চাই, যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে এগিয়ে যেতে পারে।” প্রসঙ্গত, মমতার সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে এদিন টুইট করে সরদেশাই জানান, “এই দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক শাসনের অবসান ঘটাতে বিরোধীদের ঐক্য জরুরী।”

