কংগ্রেসের ইস্তেহার শুধু গ্যারান্টি নয়, প্রতিশ্রুতিও : রাহুল গান্ধী

পানাজি, ৩০ অক্টোবর (হি.স.): কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার শুধুমাত্র গ্যারান্টি নয়, প্রতিশ্রুতিও। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার গোয়ার ভেলসাও-তে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধী বলেছেন, “গোয়াকে দূষিত স্থান হতে দেব না আমরা। আমরা গোয়াকে কোল হাব হতে দেব না। আমরা প্রত্যেকের জন্য পরিবেশ রক্ষা করছি।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা ছত্তিশগড়ে নির্বাচনে লড়েছি এবং কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা করেও দেখিয়েছি। আপনারা পঞ্জাব ও কর্ণাটকে গিয়ে তা নিশ্চিত করতে পারেন। আমাদের ইস্তেহারে যা আছে তা একটি গ্যারান্টি, শুধু প্রতিশ্রুতি নয়।” এদিন বাম্বোলিন থেকে পানাজির আজাদ ময়দানে গোয়ার মোটরসাইকেল ট্যাক্সি (পাইলট)-এ যান রাহুল গান্ধী।

এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর তিন দিনের গোয়া সফরের শেষ দিন শনিবার। মমতা এদিন কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, “বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যে ভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপি-র। এই প্রসঙ্গেই পিকে-র মন্তব্যেরও ব্যাখ্যা দেন মমতা। বলেন, ‘‘পিকে-র কথার ভুল ব্যাখ্যা হচ্ছে বলে মনে হয়। ও বলতে চেয়েছে, কংগ্রেস একা একা যে ভাবে লড়ছে, সে ভাবে লড়ে বিজেপি-কে হারানো যাবে না। আমিও চাই না গোয়ায় ভোট ভাগাভাগি হোক।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *