সুদিন নয়, দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

পানাজি, ৩০ অক্টোবর (হি.স.): গোয়া থেকে বিজেপির বিরুদ্ধে ফের বিষোদগার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “তাঁরা বলছেন সুদিন নিয়ে আসবেন, আসলে দেশকে তাঁরা (বিজেপি) শেষ করে দিচ্ছেন।” মমতা বলেছেন, “মুদ্রাস্ফীতি শিখরে। এলপিজি, ডিজেল-পেট্রোলের দাম নিরন্তর বাড়ছে। জিএসটি-র জন্য ব্যবসা ক্ষতির সম্মুখীন, রফতানি কমেছে। কিন্তু বিজেপি এই সমস্যাগুলি সমাধানে সদর্থক নয়।” শনিবার সকালে গোয়ার রাজধানী পানাজির অদূরে ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এদিন গোয়ায় তৃণমূলের সংগঠন প্রসঙ্গে বলেছেন, ‘‘সবচেয়ে বড় কথা হল পরিবার। সেটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আরও লোকজন আসবেন। কারা কারা আসছেন সেটা দেখে কমিটি গড়া হবে। সেটা বড় কোনও ব্যাপার নয়। একবার পরিবার তৈরি হয়ে গেলে পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার লোকের অভাব হয় না।’’ গোয়া নিয়ে তৃণমূলের পরিকল্পনা জানাতে গিয়ে মমতা বলেন, ‘‘গোয়া থেকেই বিজেপি-র শেষের শুরু হবে। গোয়ার মানুষের বঞ্চনার শেষ হবে।’’ তাঁর কথায়, ‘‘গোয়ায় কী নেই! শুধু রয়েছে সঠিক নেতৃত্বের অভাব। তৃণমূল ভূমিপুত্রকে দিয়েই সেই অভাব দূর করবে।’’ মমতার আক্রমণ থেকে বাদ যায়নি বিজেপিও। তৃণমূলনেত্রী বলেন, ‘‘দেশের জন্য বিজেপি চিন্তিত নয়। কৃষকরা প্রায় এক বছর ধরে রাস্তায় বসে আছে। কিন্তু কেন্দ্রের সরকারের তা নিয়ে কোনও মাথাব্যথাই নেই! পেট্রল, ডিজেলের দাম কত হয়েছে? দাম কমাতে কী করেছে মোদী সরকার?’’ তাঁর কটাক্ষ, ‘‘বিজেপি যদি সত্যিই দেশের কথা ভাবত, তা হলে আজ বেকারত্বের হার আকাশ ছুঁত না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *