রোম, ৩০ অক্টোবর (হি.স.): ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোপ ফ্রান্সিসকে ভারতে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন মোদী। শনিবার দুপুরে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর।
সূত্রের খবর, ২০ মিনিট নির্ধারিত হয়েছিল মোদী ও পোপ ফ্রান্সিসের মধ্যে সাক্ষাতের সময়। কিন্তু সেই বৈঠক চলে প্রায় এক ঘন্টা। জলবায়ু পরিবর্তন, দারিদ্রতা দূরীকরণ-সহ নানা বিষয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেছেন মোদী। বৈঠকের মাঝে পোপ ফ্রান্সিসকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের এদিন ভাটিক্যান সিটি থেকে বেরিয়ে যান মোদী।