কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : বৃষ্টি বিদায় নিয়ে বঙ্গে শুরু হচ্ছে পারদ পতন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রোদ ঝলমলে থাকবে আকাশ। শনিবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। আবহাওয়া আরও শুষ্ক হবে। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙে ৪৮ ঘন্টা পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বাদবাকি উত্তরবঙ্গের জেলা শুষ্ক আবহাওয়া থাকবে।
স্বাভাবিক তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় সকালের দিকে বিশেষত ভোরের দিকে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। গত কয়েক দিনে মেঘলা আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। আগামী দু’দিনে আবারও এই তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এর পর থেকে দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার সকালে কলকাতা-র আকাশ ঝলমলে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।