নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ বহি:রাজ্য থেকে রাজ্যে ঢুকতে গেলে ৪৮ ঘন্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ তবে, ওই রিপোর্ট না থাকলে যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করে বাড়ি যাওয়ার ছাড়পত্র মিলবে৷
কেরালা, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, অরুনাচল প্রদেশ এবং নাগাল্যান্ড থেকে আসা যাত্রীদের ৪৮ ঘন্টার কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ তাঁদের আরটিপিসিআর, ট্রুনেট অথবা সিবিনেট-র নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ ৩০ অক্টোবর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে৷ স্বাস্থ্য দফতরের অধিকর্তা আজ রাজ্যের আটটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ওই সিদ্ধান্ত কার্যকরে অবগত করেছেন৷
হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেয়ার খবর ছড়িয়ে পড়তেই জনমনে নতুন করে করোনার ভীতি সঞ্চার হয়েছে৷ কি কারণে প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েও স্পষ্ট কিছুর হদিশ পাওয়া যায়নি৷
এদিকে, ত্রিপুরায় ফের কোভিডের টিকাকরণে বিশেষ অভিযান চালাবে স্বাস্থ্য দফতর৷ আগামী ১ থেকে ৩ নভেম্বর সারা ত্রিপুরায় টিকাকরণে বিশেষ অভিযান চালানো হবে৷ তাতে প্রতি দিন ২ লক্ষ ৭৯ হাজার ৯১৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বর্তমানে কোভিডের টিকা মজুত রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৬০টি৷