বুথমুখী ভোটাররা, পশ্চিমবঙ্গ-সহ দেশে ৩ লোকসভা ও ৩০ বিধানসভাতে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্র-সহ শনিবার ভোটগ্রহণ চলছে দেশের ১৫ রাজ্যের ৩টি লোকসভা এবং ৩০টি বিধানসভা আসনে। মধ্যপ্রদেশের খণ্ডওয়া, হিমাচল প্রদেশের মান্ডি এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে ওই তিন কেন্দ্রের বিজেপি সাংসদদের মৃত্যুর কারণে। মান্ডি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন হিমাচলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ প্রতিভা। দাদরা ও নগর হাভেলিতে বিজেপি-র পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেস এবং শিবসেনা।

পশ্চিমবঙ্গের চারটি, অসমের ৫টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মেঘালয়, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের ৩টি করে, রাজস্থান, কর্নাটক ও বিহারের ২টি করে এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র, হরিয়ানা, মিজোরাম, নাগাল্যান্ড ও অন্ধ্রপ্রদেশের ১টি করে আসনে উপনির্বাচন হচ্ছে এই পর্যায়ে। অসমে এ বার এইউডিএফ-এর সঙ্গ ছেড়ে একক ভাবে লড়ছে কংগ্রেস। বিহারের দু’টি আসনেও লালুর দল আরজেডি-র বিরুদ্ধে লড়ছেন সোনিয়ার দলের প্রার্থীরা। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসনের সঙ্গেই ওই কেন্দ্রগুলিতেও ভোট গণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *