শক্তিকান্ততেই ভরসা, ৩-বছরের জন্য আরবিআই গভর্নর পদে বাড়ল মেয়াদ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): শক্তিকান্ত দাসের উপরই আস্থা রাখল কেন্দ্রীয় সরকার। আরও ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ বাড়ানো হল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে ৩ বছরের পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আরবিআই-এর গভর্নর থাকবেন শক্তিকান্ত দাসই।

চলতি বছরের ১০ ডিসেম্বর আরবিআই-এর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে আগামী ৩ বছরের পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ২০১৮ সালের ১০ ডিসেম্বর আরবিআই-এর ২৫ তম গভর্নর নিযুক্ত হয়েছিলেন শক্তিকান্ত দাস। কার্যকালের মেয়াদ বাড়ানোর ফলে আগামী ১০ ডিসেম্বর তিনি আরবিআই-এর ২৬ তম গভর্নর নিযুক্ত হবেন। এই সময়ে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন শক্তিকান্ত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *