উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের মোকাবিলায় কম খাওয়ার নির্দেশ কিম জং উনের

পিয়ং ইয়াং, ২৯ অক্টোবর (হি. স.) : উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের মোকাবিলায় আগামী ৪ বছর কম খাওয়ার নির্দেশ দিলেন রাষ্ট্র প্রধান কিম জং উন। দেশের ওপর নেমে আসা এই চরম বিপর্যয় মোকাবিলায় দেশবাসীকে এই আজব নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে আসে আগামী দিনে চরম বিপর্যয়ের মুখে পড়তে চলেছে কিম জং উনের দেশ। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে উত্তর কোরিয়ায় এই মুহূর্তে ৮ লক্ষ ৬০ হাজার টন খাবারের ঘাটতি আছে, যা সমগ্র দেশবাসীর প্রায় ২ মাসের মোট খাবারের পরিমাণ। অনাহার চরমে পৌঁছেছে উত্তর কোরিয়ায়। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষই অপুষ্টিতে ভুগছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশেষজ্ঞদের দাবি, এখন থেকেই প্রশাসন যদি বিষয়টি নিয়ে সতর্ক না হয় তাহলে আগামী ৪ বছর ধরে এই খাদ্য সংকট চলবে উত্তর কোরিয়ায় এবং অপুষ্টির শিকার হয়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণীর পরেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান সব দায়ই তিনি চাপিয়েছেন দেশবাসীর ওপরে। খাদ্য সংকট থেকে মুক্তির উপায় হিসাবে তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ৪ বছর দেশবাসীকে কম খাবার খেতে হবে। তাঁর দাবি, উত্তর কোরিয়ায় এই খাদ্য সংকটের জন্য দায়ী একের পর এক হওয়া প্রাকৃতিক দুর্যোগ। প্রথমে করোনা পরে টাইফুন একের পর এক দুর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের উৎপাদন ব্যবস্থা।