শীঘ্রই শুভারম্ভ ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’, অযোধ্যাও এবার অন্তর্ভুক্ত : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): কোভিড-মহামারীর জন্য দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল দিল্লি সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’। করোনার প্রকোপ কমে যাওয়ায় ফের শুভারম্ভ হতে চলেছে ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’, বুধবার জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’-র অন্তর্ভুক্ত করা হয়েছে অযোধ্যাকেও।

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “কোভিডের জন্য বন্ধ থাকা ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’ ফের শুরু হতে চলেছে। ‘তীর্থযাত্রা’-র জন্য ট্রেন পরিষেবা আবারও চালু করার জন্য আমরা চেষ্টা করছি, আগামী এক মাসের মধ্যেই। আপনারা ফের নাম নথিভুক্ত করতে পারেন।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “এবার অযোধ্যাকেও দিল্লি সরকারের তীর্থযাত্রা যোজনাযর অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বয়স্কদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। তাঁরা একজন সদস্য অথবা স্বজনকেও সঙ্গে আনতে পারেন।”