সংক্রমণ ঠেকাতে উত্তর দিনাজপুরে মাস্ক বিলি পুলিশের

রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : পুজো পরবর্তীতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরেও । তাই এবার সংক্রমণ ঠেকাতে উত্তর দিনাজপুরে পথে নামল খোদ পুলিশ। বিলি করল মাস্ক। এছাড়াও নাইট কার্ফু, কোভিড বিধি মেনে চলার আবেদন করেছেন তারা। আর এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপেরও ঘোষণা করেছে পুলিশ। রায়গঞ্জে রাত থেকে অভিযানে নেমেছে পুলিশ।শুধুমাত্র রায়গঞ্জ শহরাঞ্চলেই গত কয়েকদিনে যে হারে আক্রান্ত বেড়েছে,তা যথেষ্ঠ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরপরেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। নেই কোনও কোভিড বিধি পালনের বালাই। সোমবার রাতে রায়গঞ্জের দেবীনগর থেকে শুরু করে গোটা শহরে টহলদারির পাশাপাশি মাইক যোগে প্রচার করে পুলিশ । সেইসঙ্গে যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের মাস্কও বিতরণ করেন পুলিশ কর্মীরা । যদিও এর পাশাপাশি আগামী দিন থেকে নাইট কার্ফু এবং কোভিড বিধি পালন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে।