ভারতে দৈনিক সংক্ৰমণ কমে ১২,৪২৮, ৩৫৬ বেড়ে মৃত্যু ৪.৫৫-লক্ষাধিক

ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। সোমবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৫,৯৫১ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৬৩,৮১৬ জন, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৩,৮৭৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১২,৪২৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪২ লক্ষ ০০ হাজার ৬৩৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৬৪ লক্ষ ৭৫ হাজার ৭৩৩ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,০২,৯৪,০১,১১৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৫৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৫,০৬৮ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৫,৯৫১ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৫,৮৩,৩১৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *