শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): কাশ্মীরের শান্তি ও উন্নয়নের যাত্রায় কেউ বিঘ্ন ঘটাতে পারবে না। শ্রীনগর থেকে জম্মু ও কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরে তিন-দিনের সফরের অন্তিম দিন সোমবার শ্রীনগরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আপনারা নিজেদের মন থেকে সমস্ত ভয় দূর করুন। কাশ্মীরের শান্তি ও উন্নয়নের যাত্রায় কেউ বিঘ্ন ঘটাতে পারবে না।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিন শ্রীনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মধ্যপ্রাচ্য ও কাশ্মীর হয়ে ভারতে এসেছিল সুফিবাদ। কাশ্মীর সমগ্র দেশকে সুফিবাদ উপহার দিয়েছে। সুফিদের প্রবৃদ্ধি ও উন্নয়নের অনেক আশা আছে।” কাশ্মীরের জনগণের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, “বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কাশ্মীরের জনগণের প্রতিনিধি হয়েছেন। আমি কাশ্মীরের যুবকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দিতে এবং বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি হওয়ার আহ্বান জানাই। আমি কাশ্মীরের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, যাঁরা আপনাদের হাতে পাথর তুলে দিয়েছিল, তাঁরা কী আপনাদের কোনও উপকার করেছে? যাঁরা আপনাদের হাতে বন্দুক তুলে দিয়েছিল, তাঁরা কী আপনাদের ভালো করেছে?” স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন, “আপনাদের কাছেই তো পিওকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর), সেখানে জিজ্ঞেস করুন, গ্রামে কী বিদ্যুৎ এসেছে, হাসপাতাল অথবা মেডিকেল কলেজ কী তৈরি হচ্ছে? গ্রামের পানীয় জল কী আসে? মহিলাদের জন্য শৌচালয় কী আছে? সেখানে কিছুই হয়নি এবং এই সমস্ত লোকেরা পাকিস্তানের কথা বলে।”

