দুই মেদিনীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : দুই মেদিনীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে দেওয়া হল স্মারকলিপি। এসইউসি সমর্থিত নাগরিক প্রতিরোধ মঞ্চ এটি দেয়। সোমবার হলদিয়া, দুর্গাচক, তমলুক-সহ বিভিন্ন স্টেশন ম্যানেজারদের ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে হাওড়া-খড়্গপুর, হাওড়া-মেদিনীপুর বা পাঁশকুড়া ও হলদিয়া রুটে দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবি জানানো হয়।

পূর্ব রেল বিভিন্ন রুটে লোকাল চালু করলেও দক্ষিণ-পূর্ব রেল কেন লোকাল চালু করছে না, সেই বিষয়েও জানতে চাওয়া হয়। এই রুটে লোকাল চালু না হওয়ায় দুই জেলার পান, ফুল ও সব্জি চাষিরা সমস্যায় পড়েছেন। শ্রমিক, কর্মচারী ও নিত্যযাত্রীদেরও সমস্যা হচ্ছে। লোকাল ট্রেন না চলায় বহু মানুষ কাজ হারিয়েছেন। সূত্রের খবর, লোকাল চালুর দাবিতে এদিন খড়্গপুরে ডিআরএমের কাছেও সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়। এদিন সকাল থেকে হলদিয়ার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হয়। হলদিয়ায় নাগরিক প্রতিরোধ মঞ্চের তরফে উপস্থিত ছিলেন নারায়ণ প্রামানিক, দীপক ওঝা-সহ প্রমুখরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *