দিল্লি গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স) : রাজধানী দিল্লি গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কয়েকদিন আগেই দিল্লি যান রাজ্যপাল। উঠেছিলেন বঙ্গভবনে। শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। বঙ্গভবনেই চিকিত্‍সা চলছে তাঁর।

পুজোর সময় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকেই তিনদিন আগে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যান তিনি। তখনও পর্যন্ত সুস্থই ছিলেন। এরপর দিল্লিতে একের পর এক কর্মসূচি সারেন তিনি। শুক্রবারই হঠাত্‍ করে জ্বরে আসে তাঁর। সূত্রের খবর, চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যপাল। প্রয়োজনীয় ওষুধপত্রও তাঁকে খাওয়ানো হচ্ছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *