BRAKING NEWS

ত্রিপুরায় তৃণমূলের গাড়ি ভাংচুর, মারধর, আহত তিন

আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : প্রচারাভিযানে গিয়ে তৃণমূলের গাড়ি ভাংচুর এবং মারধরের ঘটনায় ত্রিপুরায় আমতলী বাজার এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ তিনজন আক্রান্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ ওই ঘটনায় সাংসদ সুস্মিতা দেব আমতলী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ মামলা নথিভুক্ত করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে বলে আমতলী থানার এসডিপিও অনির্বাণ দাস জানিয়েছেন৷


সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, আজ দুপুরে আমতলী বাজারে জনও সংযোগে গিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাজারে ব্যবসায়ীদের সাথে আলোচনা সেরে গাড়িতে উঠতেই কয়েকজন দুষ্কৃতিকারী হামলা করেছে৷ তারা গাড়ি ভাংচুরের সাথে তাঁদের মারধর করেছে বলে সুস্মিতা দেব অভিযোগ করেন৷ তাঁর দাবি, মামন খান, সূর্যকান্ত সরকার দুস্কৃতিকারীদের আক্রমনে গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের বাঁচাতে গিয়ে তিনিও হাতে আঘাত পেয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় প্রচারের জন্য সাজানো দুইটি গাড়িতে ভাংচুর করা হয়েছে৷ ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে৷


এদিন তিনি ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন৷ সাথে বলেন, হামলাকারীরা মুখ ঢেকে ছিলেন না৷ তাতে বোঝা যাচ্ছে, শাসকের মদত রয়েছে তাঁদের৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সামনেই তৃণমূলের গাড়িতে ভাংচুর এবং নেতা-কর্মীদের মারধর করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় তৃণমূলের উপর সমস্ত অত্যাচারের জবাব মানুষ দেবে৷


ওই ঘটনা নিয়ে আমতলী থানার এসডিপিও অনির্বাণ দাস বলেন, আজ দুপুর দেড়টা নাগাদ আমতলী বাজারে গাড়ি ভাংচুরের খবর পেয়েছি৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ দুইটি গাড়ি থানায় আনা হয়েছে৷ তাঁর দাবি, আজ তৃণমূলের তিনজন আঘাত পেয়েছে জানতে পেরেছি৷ তবে, তাঁদের আঘাত খুবই সামান্য বলে জেনেছি৷ তিনি বলেন, তৃণমূল সাংসদ সুস্মিতা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত শুরু করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP22812240
Indian National Congress - INC881199
Janata Dal (Secular) - JD(S)4812
Samajwadi Party - SP36137
Telugu Desam - TDP8816
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT769
Communist Party of India (Marxist) - CPI(M)134
Aam Aadmi Party - AAAP123
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC28129
Dravida Munnetra Kazhagam - DMK14822
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP257
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP314
Rashtriya Janata Dal - RJD314
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP022
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL011
Asom Gana Parishad - AGP011
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM011
Biju Janata Dal - BJD011
Shiromani Akali Dal - SAD011
Rashtriya Loktantrik Party - RLTP011
Bharat Adivasi Party - BHRTADVSIP011
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK011
Apna Dal (Soneylal) - ADAL011
AJSU Party - AJSUP011
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM011
Independent - IND617
Total50043543