ভিন্দ (মধ্যপ্রদেশ), ২১ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি বিমান। বৃহস্পতিবার সকালে ভিন্দ জেলার মানকাবাগ গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। রুটিন ট্রেনিংয়ের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে, মাটিতে আছড়ে পড়ার আগেই বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। পাইলট সামান্য আহত হয়েছেন। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়।
ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভিন্দ জেলার মানকাবাগ গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। বিমানটিতে মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদ বেরিয়ে যান পাইলট। পরে বিমানটিতে আগুন ধরে যায়। গোয়ালিয়রের মহারাজপুরা বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে রুটিন প্রশিক্ষণের সময় সেন্ট্রাল সেক্টরের ভিন্দে ভেঙে পড়ে মিরাজ ২০০০ এয়ারক্রাফট। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে গিয়েছেন।”
2021-10-21

