জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ, কথা হল প্রায় ১৫-মিনিট

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আপাতত আরিয়ান বন্দি দশায় রয়েছেন আর্থার রোড জেলে। ছেলের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালে আর্থার রোড জেলে গেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সূত্রের খবর, প্রায় ১৫-মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। ছেলের সঙ্গে দেখা করার পর জেল থেকে বেরিয়ে যান শাহরুখ।

প্রমোদতরী মাদক-মামলায় বুধবারই জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। জামিন-আর্জি খারিজ হওয়ায় আপাতত আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। ছেলের সঙ্গে অনেক দিনই দেখা অথবা কথা হয়নি শাহরুখের। তাই বৃহস্পতিবার সকালে জেলে গিয়েই ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ। সংক্ষিপ্ত সময়ের জন্য ছেলের সঙ্গে কথা বলেছেন বলিউড অভিনেতা। ছেলের সঙ্গে কথা বলার পর জেল থেকে বেরিয়ে যান শাহরুখ।