কলকাতায় ১০৭-টাকার ঊর্ধ্বে পেট্রোল, দুই জ্বালানি তেল আরও দামি

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধির দৌড়ে একের পর এক রেকর্ড গড়েই চলছে পেট্রোল ও ডিজেল। বৃহস্পতিবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে ১০৬-টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম, কলকাতায় পেট্রোলের দাম ১০৭-টাকার বেশি। মুম্বইয়ে তো ১১২ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে পেট্রল। দেশের সর্বত্রই রেকর্ড গড়ছে দুই জ্বালানি তেলের মূল্য।

০.৩৫ পয়সা মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৫৪ টাকা এবং ডিজেল ০.৩৫ পয়সা বেড়ে ৯৫.২৭ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১২.৪৪ টাকা ও ডিজেল ১০৩.২৬ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৭.১২ টাকা ও ডিজেলের মূল্য ৯৮.৩৮ টাকা প্রতি লিটার, চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৩.৬১ টাকা ও ডিজেল ৯৯.৫৯ টাকা।