খুমুলুঙ, ১৮ অক্টোবর ৷৷ সোমবার খুমুলুঙস্থিত পরিষদীয় ভবনে রাজ্যপাল মনোনীত দুইজন এডিসি’র নতুন সদস্য শপথ গ্রহণ করেন৷ এই মনোনীত সদস্যদের মধ্যে বিদ্যুৎ দেববর্মা ককবরকে এবং শিবসেন কাইপেঙ বাংলায় শপথ গ্রহণ করেন৷ শপথ বাক্যপাঠ করান চেয়ারম্যান জগদীশ দেবর্মা৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদীয় সচিব কেশব দেববর্মা৷ এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, উপমুখ্য নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা, শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, বিরোধী দলের নেতা হংস কুমার ত্রিপুরা, মুখ্য সচেতক তথা এমডিসি রবীন্দ্র দেববর্মা৷
এছাড়া উপস্থিত ছিলেন, এমডিসি অনন্ত দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, এমডিসি গনেশ দেববর্মা, এমডিসি স্বপ্ণারানি দাস, এমডিসি শৈলেন্দ্র নাথ, এমডিসি বিমলকান্তি চাকমা, এমডিসি সঞ্জয় দাস, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, এমডিসি সম্রাট জমাতিয়া, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, এমডিসি সঞ্জীব রিয়াং, এমডিসি কংজং মগ৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যনির্বাহী সদস্য বুধু দেববর্মা, উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য বিজয় কুমার রাঙ্খল, বিধায়ক বৃষকেতু দেববর্মা, প্রাক্তন নির্বাহী সদস্য চন্দ্রোদয় রূপিনী, সমাজসেবী রণজিৎ দেববর্মা, মুখ্য নির্বাহী আধিকারিক সি. কে. জমাতিয়া প্রমুখ৷