তিরুবনন্তপুরম, ১৮ অক্টোবর (হি.স.): কেরলে ভারী ও ভূমিধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার হয়েছে আরও একটি দেহ। সবমিলিয়ে কেরলে বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৪। সোমবার ইদুক্কি জেলার কোক্কায়ারের ভূমিধস কবলিত এলাকা থেকে উদ্ধার হয়েছে একটি দেহ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোক্কায়ারে যে কয়েকজন নিখোঁজ ছিলেন, প্রত্যেকেরই দেহ উদ্ধার হয়েছে।
কেরল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোট্টায়াম ও ইদুক্কিতে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। কোট্টায়ামে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ইদুক্কিতে ১০ জনের। কোক্কায়ারে উদ্ধারকাজ সমাপ্ত। কোট্টায়ামের বিভিন্ন স্থানে এখনও জল জমে রয়েছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি। আরব সাগরে গভীর নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে কেরলে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। যার জেরেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি কোট্টায়াম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের ঘটনা ঘটে।