আমেরিকায় ইউনিভার্সিটিতে বন্দুকবাজের হামলার ঘটনায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

নিউইয়র্ক, ১৮ অক্টোবর (হি. স.) : আমেরিকায় গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকবাজরে হানায় প্রাণ হারিয়েছেন এক পড়ুয়া। ঘটনায় আহত সাত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এক ছাত্রের অবস্থা সঙ্কটজনক। ঘটনার জেরে সোমবার এবং মঙ্গলবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে নৈশ কার্ফুও।লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, শনিবারর স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে গুলি চালালে ঘটনাস্থলেই এক পড়ুয়া প্রাণ হারান। ঘটনায় সাত ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ছাত্রদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর পর ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। নজর ক্যামেরায় ফুটেজ দেখে আততায়ীর খোঁজ শুরু হয়েছে। লুইজিয়ানা পুলিশের তরফ থেকে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ, আততায়ীর ব্যাপারে তাঁদের কাছে কোনও তথ্য থাকলে তারা যেন সেই তথ্য পুলিশের হাতে তুলে দিয়ে তদন্তে সহযোগিতা করেন। পুলিশের তরফ থেকে আততায়ীর নাম ও একটি ছবি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। হামলার কারণে ওই ম্যাচ আপাতত বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *