আগরতলা, ১৬ অক্টোবর (হি. স.) : এবার বৃহৎ পরিসরে ত্রিপুরা ভাগের ষড়যন্ত্র শুরু হয়েছে। আইপিএফটি-র তিপ্রাল্যান্ডের দাবির সাথে তিপ্রা মথার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জুড়েছে। কারণ, আজ কার্যত আইপিএফটির মেবার কুমার জমাতিয়া তিপ্রা মথার প্রদ্যুত কিশোর দেব্বর্মনের সাথে রাজ্য ভাগের দাবিতে হাত মিলিয়েছে। প্রদ্যুত আজ আইপিএফটি-কে বুঝাতে সক্ষম হয়েছেন, গ্রেটার তিপ্রাল্যান্ড এবং তিপ্রাল্যান্ডের দাবির মধ্যে কোন ফারাক নেই। তাই, দিল্লিতে এক সুরে ত্রিপুরা ভাগের আওয়াজ উঠুক, কার্যত ঐকমত্যে পৌছেছেন তাঁরা সকলেই। প্রদ্যুতের কথায়, তিপ্রা মথা কিংবা আইপিএফটির ব্যানারে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ত্রিপুরা ভাগের দাবি উঠুক তিপ্রাসার পক্ষে। তাই মেবার কুমার জমাতিয়া নিশ্চিত করেছেন, আগামী ২\৩ দিনের মধ্যেই জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠিত হবে। সম্মিলিতভাবে দিল্লিতে ত্রিপুরা ভাগের দাবি জানানো হবে।
ত্রিপুরা ভাগের আন্দোলন আরও জোরদার করার প্রশ্নে আইপিএফটি সাধারণ সম্পাদক সম মনোভাবাপন্নদের সাথে বৈঠকের ডাক দেন। ওই বৈঠকে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিদার তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেব্বর্মন এবং দলের সভাপতি বিজয় রাঙ্খলকেও আমন্ত্রণ জানান তিনি। আজ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে আটটি রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন বর্গের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ত্রিপুরা ভাগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেন প্রদ্যুত কিশোর দেব্বর্মন ও মেবার কুমার জমাতিয়া।
প্রদ্যুতের বক্তব্য, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আইপিএফটির নেতাদের মনে কিছু সংশয় ছিল। অনেক ভুল বোঝাবুঝি ছিল, আজ সবই মিটিয়ে ফেলা হয়েছে। তাঁদের বোঝানো হয়েছে, তিপ্রাল্যান্ড এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবির মধ্যে বিশেষ কোন তফাত নেই। আক্ষরিক অর্থে উভয় দাবি একই দিশায় রয়েছে। তিনি বলেন, আইপিএফটির নেতাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন করার আর্জি জানিয়েছি। কারণ, একই আওয়াজে ওই দাবি উঠুক আমরা চাইছি। তাঁর কথায়, আগামী ২৩\২৪ অক্টোবর তিপ্রা মথা দিল্লি যাবে। প্রায় ১০০০ কর্মী সমর্থকদের নিয়ে জন্তর মন্তরে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি আন্দোলনে নামছি আমরা। এখন আইপিএফটিও আমাদের ওই আন্দোলনে সামিল হোক, সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে।
তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে তিপ্রাল্যান্ডের দাবি তিপ্রামথা কিংবা আইপিএফটির ব্যানারে হোক চাইছি না। বরং একতার প্রশ্নে তিপ্রাসা সেই পেশ করুক। তিনি বলেন, তিপ্রা মথা দিল্লিতে ৩ দিন আন্দোলন করবে। তাই, আইপিএফটি কিভাবে আমাদের সাথে যুক্ত হবে তা তাঁরা দলের নেতাদের সাথে আলোচনা করে স্থির করবে। সেই মতো আগামীদিনের রূপরেখা স্থির হবে।
এদিন আইপিএফটি সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, তিপ্রাল্যান্ডের দাবির পক্ষে জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠনে আমরা ঐকমত্যে পৌছেছি। আইপিএফটি এবং তিপ্রা মথা সম্মিলিতভাবে দিল্লিতে আন্দোলনে সামিল হবে, উভয় দল মনস্থির করেছি। তিনি জানান, আগামী ২/৩ দিনের মধ্যেই কমিটি গঠিত হবে, এমনটাই স্থির হয়েছে।