BRAKING NEWS

মহাষ্টমীর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলচরের হাসপাতাল রোডে, ভস্ম আটটি দোকান ও পাঁচটি বসতবাড়ি

শিলচর (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : আজ বুধবার মহাষ্টমীর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিলচরের হাসপাতাল রোডের আটটি দোকান এবং পাঁচটি বসতবাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। ঘটনার সূত্রপাত আজ ভোররাত প্রায় ৩.৩০ মিনিট থেকে হলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে সকাল প্রায় দশটা নাগাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় বহু কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে শিলচর সদর থানা সূত্রের খবরে জানা গেছে।শিলচর সদর থানার ওসি ডি বরা জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ কিংবা একটি ব্যাটারি চার্জিং দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ওসি বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে সংলগ্ন দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত চলছে, জানান ওসি বরা।তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তড়িঘড়ি তারাপুর ও শ্রীকোণা থেকে ওএনজিসি-র মোট দশটি ইঞ্জিন নিয়ে দমকল কর্মী তথা এসডিআরএফ-এর জওয়ানরা এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের অক্লান্ত চেষ্টায় বেলা প্রায় সাড়ে নয়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আটটি দোকান এবং চারটি বসতবাড়িকে তাঁরা রক্ষা করতে পারেননি, এগুলো পুড়ে ছাই হয়ে গেছে।রাতভর মণ্ডপে মণ্ডপে দুর্গাঠাকুর দর্শন করে এলাকার নাগরিককুল যখন ঘুমে আচ্ছন্ন, তখন সংলগ্ন পুজো মণ্ডপের কর্মকর্তাদের চোখে পড়ে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা। তাঁরা খবর দেন স্থানীয় রাজ্য দুর্যোগ মোকাবিলা (এসডিআরএফ) দফতর এবং জেলাশাসককে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ ও সাধারণ প্রশাসনের কর্তারা। ইত্যবসরে একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে থাকে। ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অগ্নিকাণ্ডে কমল পাল, বিষ্ণুপদ দেব এবং দেবব্রত দত্তের বসতঘর সহ তাঁদের সইকেলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া জনৈক অংশুমান পালের ব্যাটারি চার্জের দোকান, সন্তোষ পালের ফ্যাব্রিক্যাশন দোকান, সৌমিত্র নন্দিপুরকায়স্থের হার্ডওয়ারের দোকান, গোপাল দেবের গুদাম ভস্ম হয়ে গেছে। অন্যদিকে প্রয়াত কানু দেবের পত্নী শংকরী দেবের বসতঘরের আংশিক পুড়েছে বলে রাজ্য দুর্যোগ মোকাবিলা আধিকারিক সূত্রে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *