নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, আমাদের মহাকাশ সেক্টর ১৩০ কোটি দেশবাসীর প্রগতির একটি বড় মাধ্যম। পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করে বলেছেন, “ভারতে এখনকার মতো নির্ণায়ক সরকার আগে কখনও ছিল না। মহাকাশ সেক্টর এবং মহাকাশ প্রযুক্তি নিয়ে ভারত যে বড় ধরনের সংস্কার হচ্ছে এটাই তার প্রমাণ।” সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সূচনায় সকলকে অভিনন্দন জানাচ্ছি। মহাকাশ সেক্টর এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে যে সংস্কার হয়েছে তা অভূতপূর্ব।” প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীর ভারত যে পন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে, যে সংস্কার করছে তার ভিত্তি হল ভারতের সম্ভাবনার প্রতি অটল বিশ্বাস।…আমাদের মহাকাশ সেক্টর ১৩০ কোটি দেশবাসীর প্রগতির একটি বড় মাধ্যম। আমাদের কাছে মহাকাশ সেক্টর অর্থাৎ, সাধারণ মানুষের জন্য উন্নত ম্যাপিং, ইমেজিং ও সংযোগ সুবিধা!”
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ”আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি নয় বরং সুচিন্তিত, সুপরিকল্পিত, সমন্বিত অর্থনৈতিক কৌশল। আত্মনির্ভর ভারত-এর রূপকল্প নিয়ে আমাদের দেশ ব্যাপক সংস্কারের সাক্ষী থেকেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আগে মহাকাশ সেক্টরটি সরকারের সমার্থক ছিল। আমরা এই মানসিকতা পরিবর্তন করেছি, মহাকাশ সেক্টরে নতুনত্ব এনেছি এবং সরকার ও স্টার্টআপের মধ্যে সহযোগিতার মন্ত্র দিয়েছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিগত কয়েক বছরে আমরা শুধুমাত্র নতুন প্রযুক্তির গবেষণা এবং বিকাশের উপর জোর দিইনি নয়, সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়াও নিশ্চিত করেছি।”

