বরিসের সঙ্গে কথা বললেন মোদী, আফগানিস্তান-সহ নানা বিষয়ে বার্তালাপ

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তান-সহ নানা আঞ্চলিক বিষয়ে বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্লাসগোতে আসন্ন সিওপি-২৬-এর প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন সম্পর্কে নিজেদের মত বিনিময় করেছেন ভারত ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাৰ্তালাপের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।

বরিস জনসনের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত-ব্রিটেন এজেন্ডা ২০৩০-এর অগ্রগতি, গ্লাসগোতে আসন্ন সিওপি-২৬-এর প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছি। এছাড়াও আফগানিস্তান-সহ নানা আঞ্চলিক বিষয়ে বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।