দিল্লিতে করোনা-সংক্ৰমণ ৩০-এর নীচে, সক্রিয় রোগী কমে ৩৬৯

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণের হার লাগাতার কমছে, সংক্রমণের হার কমতে কমতে ০.০৫ শতাংশে পৌঁছেছে। আরও স্বস্তির বিষয় হল, বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়নি কারও, এই সময়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ জন। ফলে দিল্লিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৩৯ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৯ জনের।

দিল্লিতে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ১৩ হাজার ৭৬০ জন, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ০১ জন। সোমবার দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩৬৯ জন। বিগত ২৪ ঘন্টায় মোট করোনা-পরীক্ষা করা হয়েছে ৪,৬৮,৪৩।