আগরতলা, ৯ অক্টোবর (হি. স.) : স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক যুবক। আহত যুবকের মাথায় ও হাতে এগারটি সেলাই লেগেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।
খোয়াই জেলায় আশারাম বাড়ি এলাকায় বাসিন্দা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বলে সন্দেহ করছেন স্বামী মিঠুন তেলেঙ্গা। স্বামীর বন্ধু কামালঘাটের নোয়াগাঁও এলাকার বাসিন্দা উদয় তেলেঙ্গার সাথেই মিঠুনের স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বিষয়কে কেন্দ্র করে কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি চলছে। তিন মাস আগে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে কামালঘাট বাপের বাড়ি চলে গিয়েছিলেন।
এদিকে, আজ উদয় তেলেঙ্গা কাকা জহরলাল তেলেঙ্গার সাথে আশারামবাড়ি গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে রাস্তায় অপেক্ষা করছিলেন মিঠুন। দুপুর বারটা নাগাদ উদয় তেলেঙ্গাকে বাইকে চেপে যাওয়ার সময় আশারামবাড়ি জাগ্রত সংঘ ক্লাবের সামনে তার পথ আটকায় মিঠুন এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করেন। তাতে, উদয়ের মাথা ও হাতে প্রচন্ড আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা তার মাথা ও হাতে এগারটি সেলাই দিয়েছেন। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত মিঠুন তেলেঙ্গাকে খুজছে।