ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক বৈঠক, মোদীকে বিশ্বের কাছে অনুপ্রেরণা বললেন ফ্রেডেরিকসেন

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। শনিবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ও মেট ফ্রেডেরিকসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অন্যান্যরা। এই বৈঠকে ভারত ও ডেনমার্কের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ডেনমার্ক আন্তর্জাতিক সৌর অ্যালায়েন্সের সদস্য হয়েছে। ভারত ও ডেনমার্ক অংশীদারিত্বেরর ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হল।” মোদী বলেছেন, “করোনা- মহামারীর সময়, ভারত এবং ডেনমার্ক নিজেদের মধ্যে সহযোগিতা অব্যাহত রেখেছে। আমাদের ভার্চুয়াল শিখর সম্মেলনের সময়, আমরা আমাদের দুই দেশের মধ্যে গ্রিন কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা এ বিষয়ে আমাদের অঙ্গীকার পর্যালোচনা করেছি এবং পুনর্ব্যক্ত করেছি।” ডেনমার্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ডেনমার্ক ও ভারত দু’টি গণতান্ত্রিক দেশই নিয়মের ভিত্তিতে একটি আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী মোদী গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা, ১ মিলিয়নের বেশি পরিবারের জন্য বিশুদ্ধ জল এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে কিছু উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি।…আমি গর্বিত যে আপনি ডেনমার্ক ভ্রমণের জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন।”

৩-দিনের সফরে শনিবারই দিল্লিতে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বিবেচনা করি ডেনমার্কের খুব কাছের অংশীদার হল ভারত। এই সফরকে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছি আমি।” এদিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *