নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): ভারতে সফরে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। ৩-দিনের সফরে শনিবার দিল্লিতে এসেছেন তিনি। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বিবেচনা করি ডেনমার্কের খুব কাছের অংশীদার হল ভারত। এই সফরকে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছি আমি।”
তিনি আরও জানিয়েছেন, “গত বছর আমি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে স্বাক্ষর ও সম্মতি হয়েছি। আমরা একটি উচ্চাভিলাষী ভারত সরকারকে দেখছি।” এদিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী। ৩-দিনের সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।

